1. [email protected] : CbCvVcgr :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FormanchYtv :
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ" চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সংবাদ সম্মেলন - Chattogram Voice
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে “ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ” চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪১৯ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে- ২০২৩’ উদযাপন উপলক্ষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আজ ৭ মে, (রবিবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, বর্ণাঢ্য র‌্যালী এবং দুপুরে সংবাদ সম্মেলন। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন জাতীয় পতাকা এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস.এম. শহিদুল আলম আইইবি পতাকা উত্তোলন করেন। এই সময় কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও ভাইস-চেয়ারম্যান (এডমিন প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ, নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী ও নব নির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্তসহ দুইশোরও বেশী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে ব্যান্ড পার্টি, সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও বিভিন্ন প্লে-কার্ডসহ বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি আইইবি, চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গন থেকে বেরিয়ে কাজীর দেউরী মোড়, আলমাস সিনেমা মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার মোড় হয়ে কেন্দ্রের প্রাঙ্গণে ফিরে আসে।
দুপুরে সংবাদ সম্মেলন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস. এম. শহিদুল আলম কেন্দ্রের সার্বিক কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষিত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজ অগ্রণী সেনানী হিসেবে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তিনি জানান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র শীতার্তদের বস্ত্র প্রদান, দুঃস্থদের খাদ্য সরবরাহ, বেকার যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানপূর্বক দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা, প্রকৌশলী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের স্বল্পমূল্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের মতো বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। তিনি আরো জানান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে দেশের মেধাবী অথচ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ডিপ্লোমাধারী এবং প্রকৌশল বিষয়ক কাজের সাথে জড়িত কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস ছাত্র- ছাত্রীদের উচ্চতর শিক্ষার দ্বার উন্মোচনের সুবিধার্থে এএমআইই কোর্স পরিচালনা করছে।

গতবছর ১৬ জন শিক্ষার্থী এএমআইই ডিগ্রী লাভ করেছেন এবং আগামী ১৩ মে, ঢাকায় অনুষ্ঠিত ৬০তম কনভেনশনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের সনদ প্রদান করবেন। কেন্দ্রের চেয়ারম্যান বলেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন পেশাজীবি সংস্থার সাথে সু সম্পর্ক বজায় রেখে পেশাজীবিদের পেশাগত উন্নয়নে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি প্রকৌশলী সমাজের কিছু গুরুত্বপূর্ণ দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। দাবীগুলোর মধ্যে রয়েছে- প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষ পদগুলোতে প্রকৌশলী পদায়ন করতে হবে। প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্থার প্রবর্তন করতে হবে। বেসরকারী প্রকৌশলীদের জন্য চাকুরী বিধি প্রণয়ন করতে হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ক্যাডারভুক্ত করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি করতে হবে।
তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে কেন্দ্রের প্রাক্তন নির্বাহীবৃন্দ, কাউন্সিল সদস্যগণ, নব নির্বাচিত নির্বাহী ও কাউন্সিল সদস্যবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন প্রকৌশল বিষয়ক দপ্তরের প্রধানগণসহ সিনিয়র প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
পরে রাতে প্রাক্তন নির্বাহীদের সংবর্ধনা প্রদান করা হব।ে এতে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও প্রাক্তন সম্মানী সম্পাদকরা তাঁদের অনুভূতি ও পরামর্শ তুলে ধরবেন। তাদের কেন্দ্রের পক্ষ থেকে উত্তরীয় পরিধান এবং উপহার প্রদান করা হবে। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করবেন। ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে এবং রাতে আইইবি ভবনকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Theme Customized By LiveTV