চট্টগ্রাম ভয়েস প্রতিবেদক:
গুমের সংস্কৃতি চালু করে র্যাব—এ মন্তব্য করে সংগঠন অধিকার-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গুমবিরোধী সমাবেশ ও র্যালিতে বক্তারা র্যাব বিলুপ্তির দাবি জানান। বক্তারা বলেন, গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করেন।৩০ আগষ্ট শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত র্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি। তিনি বলেন, “বর্তমানে মব সৃষ্টি প্রসঙ্গ তুলে আওয়ামী স্বৈরাচার যেসব দাবি করছে, সেই আওয়ামী সুশীল ফ্যাসিস্ট আমলেই আরও জঘন্যভাবে মব সৃষ্টি করা হয়েছিল। তখন আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমান, সাদেক হোসেন খোকা ও মির্জা ফখরুলের ওপর মব সৃষ্টি করে মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম চালানো হয়েছে।” তিনি ফ্যাসিস্ট সরকারের সহযোগী আমলা আবু আলম মোহাম্মদ শহীদ খানকে অবিলম্বে গ্রেফতারেরও দাবি জানান।আনু মোহাম্মদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “মব সৃষ্টি নিয়ে তিনি যেসব বক্তব্য দেন, তিনি নিজেও ফ্যাসিস্টের সহযোগী। তিনি অবস্থান পাল্টে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”অনুষ্ঠানে অধিকারের ‘স্টেটমেন্ট’ পাঠ করেন মীর বরকত। আব্দুল্লাহ মজুমদার ও শাহজালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি নাজের হোসেন, এডভোকেট মোস্তফা নূর, আমার দেশ পত্রিকার ব্যুরো চীফ সোহাগ কুমার বিশ্বাস, এডভোকেট সাইফুল আবেদীন, সাংবাদিক কামাল পারভেজ এবং গুমের শিকার ভিকটিম পরিবারের সদস্য আব্দুল মান্নান, আনিকা আক্তার নূর ও সৌদি আরা বেগম। সমাবেশ শেষ করে একটি র্যালী প্রেস ক্লাব থেকে শুরু করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের ফোকাস পারসন ওসমান জাহাঙ্গীর।