নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মান ক্ষুন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিআরএ।
বুধবার (২৪ জুন) সিআরএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজিজ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার বিবরণ দিয়ে সোহাগ আরেফিন জানান, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী ও সংগঠক। প্রায় অর্ধ যুগের বেশি সময় ধরে মফস্বলের সাংবাদিকদের নিয়ে কাজ করছি। আমি কোন রাজনৈতিক দল কে সমর্থক নই। সারাদেশের বেশ কিছু সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠন এর সাথে জরিত থাকার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, আমলা, উকিল, পুলিশ সহ অনেক শ্রেণি পেশার মানুষের সাথে দেখা করতে হয়েছে এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ কিংবা আলোচনা চলাকালীন সময় ছবি তুলে তা সোশ্যালমিডিয়ায় প্রচার করা হয়েছে।
সম্প্রতি সময়ে একটি কুচক্রী গোষ্ঠী আমার ফেসবুক থেকে বিগত দলের কিছু নেতা-কর্মীর সাথে থাকা সেসব ছবি খুঁজে খুঁজে বের করে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমাকে “আওয়ামী লীগের দোসর” তকমা লাগিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিআরএ নেতৃবৃন্দ বলেন, সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো এবং মান ক্ষুন্ন করার চেষ্টা খুবই ন্যাক্কারজনক। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।