1. [email protected] : CbCvVcgr :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FormanchYtv :
চন্দ্রনাথ মন্দির নিয়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্হা:জেলা প্রশাসক ফরিদা খানম - Chattogram Voice
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

চন্দ্রনাথ মন্দির নিয়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্হা:জেলা প্রশাসক ফরিদা খানম

মোহাম্মদ ইউনুস,চট্টগ্রাম ভয়েস:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮ Time View

মোহাম্মদ ইউনুস,চট্টগ্রাম ভয়েস:

চট্টগ্রাম সীতাকুণ্ডের ঐতিহাসিক ও মহাতীর্থ চন্দ্রনাথ ধাম মন্দির নিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

বৃহস্পতিবার বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শনকালে তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত ও কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে এবং এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহশপতিবার বিকাল সাড়ে তিন টায় চন্দ্রনাথ ধামে পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন জেলার দুই শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) লাবিব আবদুল্লাহ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সেক্রেটারি কাইয়ুম চৌধুরী, সহ সভাপতি খায়রুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্রাইন কমিটির সহসম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, ভবানী মন্দিরের পূজারী দীপক চক্রবর্তী
ও সীতাকুণ্ড প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Theme Customized By LiveTV