চট্টগ্রাম ভয়েস প্রতিবেদক:
১৬ জুলাই ২০২৫ তারিখ বুধবার রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীনস্থ সদরঘাট পোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর মেডিকেল অফিসার বিএ-১০২০৩৪ মেজর এস. এম. আব্দুস সোবহান, এএমসি এর নেতৃত্বে সদরঘাট এলাকায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে রুমা উপজেলার সদরঘাট এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ১১০ জন সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রুমা উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। উল্লেখ্য, ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান।