1. [email protected] : CbCvVcgr :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FormanchYtv :
বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা - Chattogram Voice
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা

চট্টগ্রাম ভয়েস রিপোর্ট:
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০ Time View
  • চট্টগ্রাম ভয়েস রিপোর্টঃ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া ওই ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনও ভাষা নেই। কীভাবে শুরু করবো সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনাও করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য চ্যালেঞ্জ আমাদের হঠাৎ গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে, ছোট ছোট শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়লো, আগুনে পুড়ে মরলো, মা-বাবাদের আমরা কী জবাব দেবো? কী বলবো তাদের? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।’

তিনি বলেন, ‘অজানা শিশুদের ছবি ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, এখনও লাশ আসছে হাসপাতালে। এখনও হাসপাতালে মারা যাচ্ছে, এখনও বাবা-মা সন্তান খুঁজে বেড়াচ্ছে। তাদের কোনোদিন আর চেনা যাবে কিনা, যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা, পৃথক করার তো কোনও উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেলো। আমরা অবশ্যই তদন্ত করবো, তদন্তে তো আর তারা ফিরে আসবে না।’

ভিডিওবার্তায় ড. ইউনূস আরও বলেন, ‘আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সব হাসপাতালে মানুষ ছুটে আসছেন। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। কারণ আহতদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমাদের ভিড় থেকে তাদের শরীরে কী রোগ ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা-মাসহ সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আপনারা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরাও নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, পুরো জাতি আপনাদের সঙ্গে আছে।’

আগামীকাল শোকদিবস পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা শোকদিবস ঘোষণা করেছি। আগামীকাল শোকদিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো, তাদের আত্মার শান্তি কামনা করবো, তাদের রুহের জন্য মাগফেরাত কামনা করবো। আল্লাহ আপনাদের শান্তি দিক। জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিক। তাদের জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Theme Customized By LiveTV