1. [email protected] : CbCvVcgr :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FormanchYtv :
ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি, নিন্দা সাংবাদিক মহলে - Chattogram Voice
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি, নিন্দা সাংবাদিক মহলে

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক –

চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ রুবেল নামে এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। তিনি দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর তিনি খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মো. রুবেল অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার সকালবেলা তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অপতৎপরতা সম্পর্কে সচেতনতা মূলক মন্তব্য করা হয়। এরপর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ঝাউতলা এলাকার ‘ঝলক ক্লাব’–এর পাশের অন্ধকার গলি দিয়ে যাওয়ার সময় স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত দুই ব্যক্তি—হোসেন ও জসিম—তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন। একপর্যায়ে তারা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুরের চেষ্টা করে।

রুবেল জানান, তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় তাকে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দিয়ে যায়।

ঘটনার পর মো. রুবেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে খুলশী থানার ডিউটি অফিসার এসআই মো. আনোয়ার হোসেন বলেন,
“ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে জিডি লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন,
“অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সোহাগ আরেফীন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন যৌথ বিবৃতিতে বলেন,
“এই হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপরও হামলা। যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরও বলেন,
“বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা ক্রমাগতভাবে হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

এ বিষয়ে সাংবাদিক রুবেল বলেন,
“আমি কোনো ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে কিছু লিখিনি। সামাজিক দায়বদ্ধতা থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। তবুও আমার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে আমি এবং আমার পরিবার এখন আতঙ্কে রয়েছি।”

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Theme Customized By LiveTV