চট্টগ্রাম ভয়েস ডেস্কঃ
আধুনিক দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেন (এটর্নি জেনারেল) এডভোকেট সাইফুর রহমান। ঐতিহ্যবাহী সুফিয়া আজান পাঠাগার কতৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
আজান পাঠাগারের সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নেছারুল করিম। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছারুল হক, অবুতোরাব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও গিফট সামগ্রী বিতরন করা হয়।