নিজস্ব প্রতিবেদক :
আনোয়ারার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে শুরু হলো ১৩তম রাফি স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। আয়োজন করেছে রোটারি কমিউনিটি কোর (আর.সি.সি) ভিংরোল।
৮ই ফেব্রুয়ারি সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোরশেদ হোসেন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন ডাঃ রওনক জাহান, এক্স বিভাগীয় প্রধান, গাইনি বিভাগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই টুর্নামেন্ট তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান আলোচক ছিলেন মিজানুর রহমান চৌধুরী, সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রাম ও সভাপতি, বাংলাদেশ এডিটর ফোরাম।
মিজানুর রহমান চৌধুরী বলেন, “দেশ পরিচালনার দায়িত্ব তরুণদের কাঁধে। তারুণ্যের সাহসী উদ্দীপনার মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে। খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করে, যা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখায়। ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, আনোয়ারার তরুণদেরও তেমনভাবে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদ ও শোষণের বিরুদ্ধে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যায় এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব হয়।”
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুনীর চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, রাফি স্মৃতি পাঠাগার ও আলহাজ্ব নুরুল কবির, চট্টগ্রাম ব্যুরো প্রধান, মাইটিভি।
স্বাগত বক্তব্য রাখেন রাফি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম. জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি কমিউনিটি কোর ভিংরোল (আর.সি.সি) সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী খেলায় ভিংরোল ক্রিকেট একাদশকে হারিয়ে আনোয়ারা ক্রিকেট একাদশ জয়লাভ করে।জমজমাট এই খেলায় উভয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখায়।
মোহাম্মদ ফরিদ (মনি) ও মোহাম্মদ সেলিম উদ্দিন এর অনুষ্ঠান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সওদাগর, মোঃ তৌহিদুল ইসলাম মেম্বার, মোঃ শেখ আব্দুল্লাহ, মোঃ মোস্তাক, রাশেদ উদ্দিন পারভেজ।
দৈনিক আমাদের চট্টগ্রামের সহ-সম্পাদক আ. ন. ম. তাজওয়ার আলম, স্টাফ ফটোসাংবাদিক নুরুল আজম, ইমন, শাহেদ, আরমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
ক্রীড়াপ্রেমীদের বিপুল সমাগমে পরৈকোড়া পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়। ক্লাবের সদস্য মোঃ রামিন, জামসেদ, জিসান, ছামী, তাসিল, মোঃ ফাহিম, ইউসুফ, রিফাত, রাসেল, আবিদ সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম।
Leave a Reply