সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে টেকনিক্যাল মোড় দুই কারখানার তিন শতাধিক শ্রমিক সড়কের দুই পাশ অবরোধ করে রেখেছেন। এ কারণে নগরীর ষোলশহর দুই নম্বর গেট থেকে রুবি গেট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কারখানা দুটি হলো- আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রান্ক অ্যাপারেলস লিমিটেড।
আনোয়ারা ড্রেস মেকার্সের সুই অপারেটর রুবি আক্তার বলেন, ‘দুই মাস পার হলে এক মাসের বেতন দিতেন। কিন্তু ডিসেম্বর মাস থেকে আমরা কোনো বেতন পাইনি। আবার আমাদের না জানিয়ে কারখানা বন্ধ করে দেয়। জিনিসপত্রের দাম বেশি। সংসার চালাবো কীভাবে? তাই আমরা সকাল ৮টা থেকে বিক্ষোভ করছি। মালিককে এসে বেতন দিয়ে যেতে হবে। অন্যথায় আমরা সড়ক ছেড়ে যাব না।’
বর্তমানে অবরোধস্থলে পুলিশ মোয়াতেন রয়েছে। তীব্র যানজটে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতকারী এবং শহরমুখী লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এখনও আসেননি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
Leave a Reply