এন কবির গ্রুপের চেয়ারম্যান, চট্টবাণী পত্রিকার সম্পাদক-প্রকাশক, মাইটিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান আলহাজ্ব মো: নুরুল কবির এর জন্মদিন উপলক্ষে এক মত বিনিময় সভা রবিবার ২৬ জানুয়ারি নগরীর বহদ্দারহাটস্থ কাশবন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আলহাজ্ব মোঃ নুরুল কবির।তিনি তার জন্মদিনে বলেন, মানুষ জন্ম নিলে প্রকৃতি থেকেই তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়ে যায়। তাই প্রত্যেক মানুষকেই কর্ম করতে হবে। কারণ মানুষ তার কর্মেই বেঁচে থাকে। মানব জীবন স্বার্থক করতে হলে মানুষের জন্য কর্ম করতে হবে এবং কর্মের মধ্যেই মানুষের মাঝে বেঁচে থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এডিটর ফোরামের সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক, জাতীয় প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয় এবং মানুষের জন্য কাজ করতে হয়। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মানুষের পাশে থাকা সবার পক্ষে সম্ভব হয়না। শুধু যাদের মানসিকতা সুন্দর তারাই মানুষের জন্য কাজ করতে পারে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইন্টান্যাশনাল মিডিয়া পরিচালক ও লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী।
দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক ও নাট্য নির্মাতা এস.ডি.জীবন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব মনির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ.কিউ.এম. মোসলেহ উদ্দিন, এম আর টি ক্লাবের সভাপতি রায়হান ঈসমাইল।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আসিফ ইকবাল, শাকিল আহম্মেদ, রাজু আহম্মেদ,কামাল উদ্দিন,মঈনুদ্দিন চৌধুরী, রায়হান ইসলাম,এম আর তাওহীদ, মো: আশরাফ উদ্দীন, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, সাইফুদ্দীন রমিজ, সুমন সেন, ব্যবসায়ী রবিউল ইসলাম সহ অনেকেই। অনুষ্ঠানে অথিতিরা ফুলেল শুভেচ্ছা বিনিময় ও জন্মদিনের কেক কাটা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী প্রাবণ রায় অর্ণব।
Leave a Reply