নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম ভয়েস :
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে যানজটমুক্ত করে জনভোগান্তি দুর করতে হবে। অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে বন্দর নগরী চট্টগ্রামে গণপরিবহণ, প্রাইভেট পরিবহণ, ব্যাটারী চালিত রিক্সা, অটো রিক্সা নানা ধরনের গণপরিবহণের নামে নগরীকে এই সকল পরিবহরণ নগরবাসীকে ভোগান্তিতে ফেলছে। ফিটনেস বিহীন পরিবহন, মেয়াদোত্তীর্ণ গণপরিবহণ রাস্তায় সয়লাব। ফুটপাতে জনগণের চলাচলের সুযোগ নেই। হকারের দখলে ফুটপাত। পরিচ্ছন্ন রাস্তা-ঘাট আবর্জনা ময়লায় অপরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে।৩১ অক্টোবর ২০২৪ইং বৃহস্পতিবার সকালে নগরীর চকবাজারস্থ চট্টগ্রাম ভয়েস মিডিয়া সেন্টারে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ছায়াপথ মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান, লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী একথা বলেন। সংগঠনের মহাসচিব সরওয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ জাহাঙ্গির আলম হেলালীর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ আমির হোসেন। সংগঠনের পরিচালক মোঃ সেলিম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক এম হারুন আর রশিদ, সমাজ সেবক এম.এ ছত্তার, সাংবাদিক আবু হেনা খোকন, পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মানবাধিকার নেতা মোঃ মুছা খান, সাংবাদিক শেখ ফরমান উল্লাহ চৌধুরী, আসমা আক্তার তামান্না প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, নগরীর যানজটের জন্য জনগণের ভোগান্তির শেষ নেই। ট্রাফিক পুলিশ যেভাবে যানজট মুক্ত নগর উপহার দেয়ার কথা ছিল সেভাবে তারা সেবা দিচ্ছে না। জনগণ রাস্তায় সকাল থেকে বিকাল পর্যন্ত যানজটের ফলে কর্মঘন্টা হারাচ্ছে। ফুটপাতসমূহকে দখল মুক্ত করে পথচারীদের চলার সুযোগ করে দেওয়ার দাবী জানান। আগামীতে নগরীতে জনগণের মাঝে সচেতনতাপূর্ণ লিফলেট প্রচারের কর্মসূচি গ্রহণ করা হয়। সভাশেষে দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Leave a Reply