মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা গচ্ছাবিল এলাকায় জমি জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আবুল কাশেম কর্তৃক ছুরিকাঘাতে একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পূর্বে সমস্যাকৃত জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির করার জন্যে স্থানীয় আবুল কাশের ও মো. ছাদেক মিয়ার উভয় পরিবার ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থেকে গ্রাম্য সালিশি বৈঠকে মিলিত হয়। উভয় পক্ষের বক্তব্য পর, কথা-কাটাকাটি হয়। এতে সমাধান না হওয়ার পরবর্তী তারিখে বসার সিদ্ধান্ত হয়। কিন্তু কিছুক্ষণ পরই দুপক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়ে মুহূর্তে মারামারি হয়। এতে মো. আবুল কাশেমের ছুরিকাঘাতে মো. সাদেক মিয়া (৩৫), আয়েশা বেগম (৩৫), বিলকিস বেগম (৩২), রাসেল মিয়া (৩৫), জাহিদুল ইসলাম (১৪) ও আবুল কাশেমের পিতা মো. মোহন মিয়া (৫৫) গুরুত্বর আহত হন। আহতদের প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা নূর জানান, ছুরিকাঘাতে আহত ছয়জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেকে প্রেরণ করা হয়েছে।
মানিকছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, ‘জমি বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে।এলাকার তথ্যসূত্রে জানা যায় আবুল কাশেমের ছুরিকাঘাতে ৬জন আহত হয়। তবে বিষয়টি খুবই নেক্কারজনক এবং অপ্রত্যাশিত’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Leave a Reply