মানিকছড়ি প্রতিনিধিঃ
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে মধু পূর্ণিমা উপলক্ষে মানিকছড়ি উপজেলায় বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ধর্মীয় বিশেষ অনুষ্ঠান। এদিকে ঐতিহাসিক মানিকছড়ি রাজ জেতবন বৌদ্ধ বিহারেও দিনব্যাপী বিভিন্ন পূন্যকর্ম সকাল ১০টায় শীলগ্রহণ, বুদ্ধ পূজা, বিবিধ দান, ধর্ম দেশনা, আবাসিক ভিক্ষু কে ছোয়াইং দান, দায়ক দায়িকাদের জন্য সিদ্ধি ফল নাস্তা বিতরণ ও সন্ধ্যা ৭ টায় হাজার তৈল প্রদীপ প্রজ্বলন ও পূন্যদান করা হয় ও ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।
এ সময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু ও বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. ক্ষেমাসারা মহাথের,
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে তথাগত বুদ্ধ এক বনে তিন মাসব্যাপী বর্ষাবাস অধিষ্ঠান করছিলেন। এ পূর্ণিমায় এক বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে বুদ্ধকে দান করতে দেখে। তা দেখে এক বানর মৌচাকের মধু সহ নিয়ে তপস্যা রত বুদ্ধকে মৌচাক সহ মধু দান করেছিল। বানরের দান করা মধু গ্রহণ করে বুদ্ধ পরিতৃপ্তি লাভ করেন। মূলত এ ঘটনাকে স্মরণ করেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটিকে মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকে।
Leave a Reply