মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বিতীয় দিনের মত বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে অবরোধ হয়েছিল রোববার (২২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গচ্ছাবিল ধর্মঘর হয়ে গবামারা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও সড়কের উপর গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায় অবরোধকারীরা।
এতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টায়ার ও গাছের গুরি সরিয়ে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, সকালে উপজেলার দু-একটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে টায়ার ও গাছের গুরি সরিয়ে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply