মানিকছড়ি প্রতিনিধি:
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সারা দেশে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি নিয়ে মানিকছড়িতে সিনিয়র নার্সরা মানববন্ধন করেন।
নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দক্ষ নার্সদের পদায়নের এক দফা দাবি নিয়ে মূলত তারা এ মানববন্ধন করেন।
তারা বলেন, আমরা ঈদ কিংবা কোরবানির সময়ে ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দেয়, অথচ আমাদের সঙ্গে কত বৈষম্য। তাই আমরা এক দফা দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি।
তারা জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিশেষ নজর দিয়ে নার্সিং সেক্টরে দক্ষ নার্সদের পদায়ন নিয়ে মানববন্ধনে দাবী জানান।
মানিকছড়ি হাসপাতাল সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়ার নার্স সবিতা হাওলাদার, সাহিদা বেগম, রাশেদা খাতুন , কৃষ্ণা রানী দে, কল্পনা দেবী চাকমা, আমেনা খাতুন, স্মৃতি রানি রক্ষী, নাজমা আক্তার, মোরশেদা আক্তার।
Leave a Reply