চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞাকে সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে আজ দুপুরে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী জেলা ও দায়রা জজ চট্টগ্রামের কর্মকালীন সময়ে নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “চট্টগ্রামে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বয়পূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের কার্যক্রম ফলপ্রসূ ও সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে।” এ সময় তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে এই আশা ব্যক্ত করেন।

বিদায়ী অতিথির ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “ড. আজিজ আহমেদ ভূঁঞা’র বর্ণাঢ্য কর্মজীবন শুধুমাত্র বিচার বিভাগ নয়, সবার জন্যই উদাহরণ হয়ে থাকবে। বিগত দুই বছরের অধিক সময় চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে তিনি যেই নিষ্ঠা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার”। এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ড. আজিজ আহমেদ ভূঁঞা’র মানবিক গুণাবলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এসময় বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) তানভীর-আল-নাসিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. গোলাম মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাদি উর রহিম জাদিদসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।উল্লেখ্য গত ১ জুলাই সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের পর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ড. আজিজ আহমেদ ভূঁঞা।