1. [email protected] : CbCvVcgr :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FormanchYtv :
চট্টগ্রাম নগরীর বাজারে কাঁচা মরিচের ঝাঁজ - Chattogram Voice
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর বাজারে কাঁচা মরিচের ঝাঁজ

জয়ন্ত চৌধুরী,চট্টগ্রাম:
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১২৬ Time View

 জয়ন্ত চৌধুরী,চট্টগ্রাম:

গত কিছুদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। এখন তা ২৭০ টাকা পর্যন্ত উঠেছে। ক্রেতারা একে তুলনা করছেন “ঝাঁল বাড়ার” সঙ্গে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে যোগান কম হওয়ায় দাম বাড়ছে।নগরীর রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, বক্সিরহাট ও বহাদ্দারহাট বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
দাম হঠাৎ বাড়ার কারণ হিসেবে সেই বহু পুরোনো যুক্তিই দিচ্ছেন বিক্রেতারা। আর সেটা হলো, যোগান কম। আর এর সঙ্গে এবার যুক্ত করেছেন সড়ক পথে চাঁদাবাজি ও বৃষ্টিকে। এই বিষয়ে জানতে চাইলে চকবাজারের সবজি বিক্রেতা আলম বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।
১০ দিন আগেও যে মরিচের দাম ছিল ৫০ টাকা, তা এখন ২৪০/২৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে তিনি জানান।
মরিচ ভেদে দামে কিছুটা হেরফের আছে জানিয়ে জমির বলেন, বিন্দু মরিচ ৩০০ টাকায় বিক্রি করছি। তবে ঝাঁল বেশি হওয়ায় কারেন্ট মরিচের চাহিদা বেশি। তাই দামও বেশি। এই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩/৪ শত টাকায়।
একই ভাষ্য চট্টগ্রাম নগরী বৌ বাজার, তুলাতুলি, জামাই বাজারের অনেক বিক্রেতার। সবজি বিক্রেতা জাহাঙ্গীর বলেন, বাজারে কাঁচা মরিচ কম এসেছে। এর জন্য অবশ্যই বৃষ্টি, কিছুটা সংকটও দায়ী।
কিন্তু তাই বলে কাঁচা মরিচের এত দাম! বিষয়টি যেন মানতেই পারছেন না বাজারে সবজি কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোস্তফা মিয়া।
একরাশ হতাশা নিয়ে তিনি দৈনিক পরিবার প্রতিবেদককে বলেন, ভাই, কী বলব বলেন? জীবনেও শুনি নাই কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা। তবে একটু নরমগুলো ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চট্টগ্রামের পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজারে বাজার করতে আসা গৃহিণী তানিয়া বেগমও কাঁচা মরিচের এমন লাগাম ছাড়া দামে ভীষণ ক্ষুব্ধ। তার মতে, অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। এমন অস্বাভাবিক দাম কোনোভাবেই মেনে নেয়া যায় না।
বাজারটির আরেক ব্যবসায়ী পারভেজ ও বাবুল বলেন, বৃষ্টি ও বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আবার চট্টগ্রামে কাঁচামরিচ আনার পরিবহনও কম। এখন বেশিরভাগ ট্রাক-পিকআপভ্যান কোরবানির পশু পরিবহনে ব্যস্ত। একদিকে মরিচের ক্ষেত নষ্ট হওয়া, অন্যদিকে পরিবহন সংকটের কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম অস্বাভাবিক বাড়তে পারে। আমদানি করা কাঁচামরিচ বাজারে এলে দাম কমে যাবে বলে আমাদের ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Theme Customized By LiveTV