সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ব্যারিকেড ভেঙে লালখান বাজারের দিকে চলে গেছে।
তবে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে বটতলী স্টেশনে ব্যারিকেড দেয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বটতলী স্টেশনে চবি শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পরে বিকেল ৪টায় টাইগারপাস অবরোধ করার উদ্দেশ্যে ক্যম্পাস থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে যেতে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। ১৫ মিনিট ধরে টাইগারপাসে তাদের আটকে রাখে শতাধিক পুলিশ। পরে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে লালখান বাজারের দিকে যায়।
আন্দোলনকারী একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামের টাইগার পাস মোড়ে পুলিশের সাথে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। তারা দাবি করেন, কয়েক জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
Leave a Reply