চট্টগ্রাম ভয়েস প্রতিবেদক :
১২ জুন বিকাল ৪ঃ০০ টায় উন্নয়ন সংস্থা “অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি)”আয়োজিত চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি ইমরান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী,চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিব। প্রফেসর ইদ্রিস আলী, রাজনীতিবিদ জাহিদুল ইসলাম, আকতার উদ্দিন রানা, জাতীয় কবিতা মঞ্চের বিভাগীয় সাধারণ সম্পাদক কামরুল হুদা, জাতীয় সংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,কবি সুলতান আহমদ কমল, তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দীপক কুমার পালিত, আক্তার হোসাইন,মুকুল রায়,মেহরাব হোসেন,মীর বরকত, নোমান উল্লাহ বাহার,নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্তী, মোজাম্মেল হক চৌধুরী, ছামি,নজরুল ইসলাম, অভিলাষ মাহমুদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু, অভিভাবকবৃন্দ সহ অনেকেই।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে শিশুশ্রমে অন্তর্ভুক্ত হওয়ার কারণ বের করা সহ তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর থেকে চেরাগি পাহাড় পর্যন্ত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস র্যালীর মাধ্যমে আনুষ্ঠানিকতার শেষ হয়।
Leave a Reply