৬০ রওশন লজ উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র শোহাদায়ে বদর এবং ইফতার মাহফিল গত ২৮ মার্চ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন হযরত শাহ সুফী মোহাম্মদ জুনাইদ (মা. জি. আ)।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব স্বনামধন্য ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হালিশহর মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক, হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবি যুক্তিবাদী ( মাঃ জিঃ আঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব, মাওলানা মোহাম্মাদ রবিউল ইসলাম ( মা: জি: আ:)।
উপস্থিত ছিলেন দরবারের শাহেবজাদা জাবির বিন জুনাইদ। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল বাদে যোহর খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে আসমাউল হুসনা ও খতমে খাজেগান শরীফ।
এতে আরও উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদ, সাইফুল ইসলাম, আবদুল্লাহ, সেলিম নবি, দরবারের ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ সহ প্রমূখ।
মাহফিলে নাতে মোস্তফা (সাঃ) পরিবেশন করেন মোহাম্মাদ তামজীদ।আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবি যুক্তিবাদী ( মাঃ জিঃ আ: )। মোনাজাতে দেশ-জাতির উন্নয়ন,কল্যাণ ও ফিলিস্তিন সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ দোয়া,মোনাজাত ও ইফতার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।
Leave a Reply