নিজস্ব প্রতিবেদক:
বাংলা ভাষা জাতির অধিকার আদায়ের স্লোগান। জাতি ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে অসংখ্য রক্ত আর ঘাম জড়িয়েছে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষা অধিকার আদায় করতে রক্ত দেয়ায় নজির বিরল। গতকাল ২৩শে ফেব্রুয়ারী চট্টগ্রাম ফটিকছড়িস্থ সানমুন কনভেনশন হলে আয়োজিত ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী একথা বলেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী, স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা আহ্বায়ক সরওয়ার হোসেন চৌধুরী(মানিক)। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সেক্টরস কমান্ডারস ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক বি কে বিশ্বাস, বিজয় চৌধুরী বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রামের ডবলমুরিং থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক আজম খান চৌধুরী, চট্টগ্রাম মহানগর নেতা এডভোকেট দিদারুল আলম আকাশ, সঞ্চালনায় ছিলেন এডভোকেট আফসারুল হক, মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এজাহার চৌধুরী, যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা চৌধুরী, শেখ ফরমান উল্লাহ চৌধুরী। প্রধান অতিথিরা আরো বলেন, বাংলা ভাষা সংস্কৃতি আমাদের ঐতিহ্য শুদ্ধ ভাষার চর্চা প্রচলন বৃদ্ধি করতে হবে। তিনি বীর মুক্তিযোদ্ধা ফটিকছড়ি কৃতি সন্তান ও ছায়াপথ সমঅধিকার সংগঠনের প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রয়াত জাহাঙ্গীর হোসেন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি এলাকার গর্ব। আমৃত্যু দেশ মাতৃকার জন্য অবদান রেখেছেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ফটিকছড়িতে তাঁর স্মরণে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর স্ম^রণে ফলক নির্মাণের দাবি করছেন। প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট বি কে বিশ্বাস বিজয় বিপ্লব বলেন. জাহাঙ্গীর হোসেন চৌধুরী মতো মুক্তিযোদ্ধা আজকের দিনে বিরল। তিনি মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন অথচ তাঁর পরিবার পরিজন আজ নিঃস্ব জীবন যাপন করছেন। তাঁর পৈত্রিক বাড়িতে একটি ঘরও তিনি করে যেতে পারেনি। নির্লোভ সাদাসিদে মনের মানুষ ছিলেন। আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সভাপতির বক্তব্যে লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী বলেন, প্রতিষ্ঠা ভাষার শুদ্ধ চর্চা করতে পারিনি। সর্বস্তরে বাংলা ভাষার চর্চা ও প্রচলন রাষ্ট্রীয়ভাবে নির্দেশ বাস্তবায়ন করার দাবি রাখেন। সভা শেষে মহান ভাষা শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ দেশ জাতির সাফল্য অগ্রগতি কামনা করেন। মোনাজাত পরিচালনা করে মৌলানা একরামুল হক চৌধুরী বেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী মোহাম্মদ ফরহাদ।
Leave a Reply