নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের কাটাখালীকুলে মাইজভান্ডারী তরিকার মহান আধ্যাত্মিক সাধক শাহসূফী হযরত শেখ আমজাদ আলী শাহ্ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ৬ই মাঘ ২০ জানুয়ারি ২০২৪, শনিবার অনুষ্ঠিত হবে। যিনি বাংলার জমিনের অধ্যাত্ম শরাফতের প্রবর্তক মহান গাউছুল আজম মাইজভান্ডারী ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী প্রকাশ হযরত কেবলা এর খলিফা হযরত আবদুল জলিল প্রকাশ বালু শাহ্ (রঃ) এর সুযোগ্য প্রধান ও প্রথম খেলাফতপ্রাপ্ত খলিফা। উক্ত ওরশ শরীফ হযরত শেখ আমজাদ আলী শাহ্ (রাঃ) মাজার প্রাঙ্গনে ইব্রাহীম চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত হবে। প্রতি বছর উক্ত ওরশ শরীফ ৬ই মাঘ জানুয়ারিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এইবারও নানান আনুষ্ঠিকতার মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হচ্ছে। এতে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে মাজার গোসল, খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির আসকার, মোনাজাত তবারুক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি হবে।
উক্ত ওরশ শরীফ মরহুম শেখ আহম্মদ উল্লাহ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আলিম উল্লাহ চৌধুরীর পক্ষে আওলাদবৃন্দ হযরত শেখ আমজাদ আলী শাহ্ (রাঃ) এর নাতী শেখ শহিদ উল্লাহ চৌধুরী, শেখ আহসান উল্লাহ চৌধুরী ও শেখ ফরমান উল্লাহ চৌধুরী সকল আশেক ভক্তদের উপস্থিত থাকার আহবান জানান।
Leave a Reply