চট্টগ্রাম ভয়েস ডেস্কঃ
‘চেতনায় মুক্তিযুদ্ধ, লক্ষ্য স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর উদ্যোগে আমবাগান রোডস্থ শহীদ শাহজাহান মাঠে ০৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ও মেলা ২০২৩’ সন্ধ্যা ৬ ঘটিকায় উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো: মহিউদ্দিন বাচ্চু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে নারীদের যে অগ্রযাত্রা আর উন্নয়ন লক্ষ্য করা যায়, এ মেলাও হলো তারই লক্ষণ। তিনি তার বক্তব্যে আরও বলেন, মেলায় অন্তর্ভুক্ত আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। এ বিজয় মেলার অন্তর্নিহিত অর্থ ধারণ করার ফলে নারীদের জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। তাই আমি চাই বিজয় মেলা সারা চট্টগ্রামে ছড়িয়ে পড়ুক। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক মহিলা সংসদ সদস্য সাবিহা নাহার বেগম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য নারীদের অগ্রযাত্রা খুবই প্রয়োজনীয়। গাড়িকে যদি আমাদের রাষ্ট্র হিসেবে ধরি তাহলে তার দুটি চাকা হলো পুরুষ আর বাকি দুটি হলো নারী। তাই নারীরা না থাকলে বাংলাদেশের উন্নয়নের গতি থাকবে না। অনুষ্ঠানের সভাপতি সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট-ইন চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা তার বক্তব্যে বলেন, চিটাগাং উইম্যান চেম্বার সবসময় নারীদের সামনে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। শুরুতে চট্টগ্রামের নারীরা অনেক পিছিয়ে ছিলো। এখন এই চিটাগাং উইম্যান চেম্বারের মাধ্যমে আমরা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সীমা খাতুন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক আইভি হাসান, পরিচালক বেবি হাসান, নাসরিন সুলতানা চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য ও উই বাজারের চেয়ারপারসন চৌধুরী জুবাইরা সাকি।
Leave a Reply