নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
আনন্দমুখর পরিবেশে ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের ব্যতিক্রম ধর্মী নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম সাইফুর রহমানের সঞ্চালনায় ও অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মোহাম্মদ আমান উল্লাহ দৌলত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন জি.এম. সাইদুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী এবং বার্ষিক পরীক্ষা২৩ শে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ।শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী চাই।পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিশুদের।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও শিক্ষকদের সম্মাননা করা হয়।
Leave a Reply