নিজস্ব প্রতিবেদন:
কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩২ তম বার্ষিক সাধারণ সভা আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধি পরিচালক জনাব কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, স্বাধীন পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, নিরীক্ষক প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজার সহ কোম্পানির সিইও দেবাশীষ দাশ পাল, সিএফও বিপ্লব কান্তি বনিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।
এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার গন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এই বৎসর কোম্পানির ৩২ বৎসর পদার্পণ উপলক্ষে কোম্পানির চেয়ারম্যান সকল স্টেকহোল্ডারদেরকে তাদের সহযোগিতার জন্য কোম্পানির পক্ষ হইতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেয়ার হোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিগত আর্থিক বৎসরের জন্য ১০% নগদ লভ্যাংশ এবং কোম্পানির ৩০ শে জুন ২০২৩ তারিখের নিরীক্ষিত র্আর্থিক বিবরণী, ব্যবস্হাপনা পরিচালক, পরিচালক এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য বিষয় অনুমোদন হয়।
পরিশেষে কোম্পানির সম্মানিত সিইও দেবাশীষ দাশ পাল ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply