নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র মাহবুব রহমান রুহেল।
শনিবার (১৮ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ সময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সমু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান কায়সার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত এক যুগেরও বেশি সময় ধরে মিরসরাইয়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তৃণমূল পর্যায়ে সক্রিয় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রুহেল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্নেহভাজন হিসেবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার সক্ষমতা দেখিয়েছেন তিনি গত কয়েক বছর জুড়ে পুরো এলাকায়।
Leave a Reply