নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ
“একতাই শক্তি একতাই বল, মানুষের কল্যাণ করি চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ এর চতুর্থ বর্ষ শেষ করে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা ১০ নভেম্বর শুক্রবার চেরাগী পাহাড়স্থ ফয়েজ নুরনাহার মিলনায়তন “চট্টগ্রাম একাডেমি” অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আরাফাতের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আলম প্রিন্স এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান আবছারুল হক, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর প্রি-ক্যাডেট স্কুল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ইপিজেড থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম, কর্ণফুলী থানার এএসআই এ.এম রাশেদ মাহমুদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রেজাউল করিম শিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন জাহেদুল করিম বাপ্পী শিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ আনিছুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ স্বপন খান,শিক্ষা বিষয়ক সম্পাদিকা ঝর্ণা রহমান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পদক সুজন চন্দ্র দাশ, কার্যকরী সদস্য ইসরাত সুলতানা, শেখ মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ সোহাগ হোসেন, মোঃ মাহফুজ, মোঃ মুবারক হোসেন, মোঃ এস কে শাহেদ, মোঃ বেলালুর রহমান নাফিসসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির শতাধিক স্বেচ্ছাসেবীগণ।
Leave a Reply