নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ মো. দিদারুল আলম (৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার দিদার নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার মৃত বজল আহম্মদের ছেলে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মূলত দুর্গাপূজা উপলক্ষে বাজারে জাল নোট ছাড়ার টার্গেট নিয়েছিল চক্রটি।
Leave a Reply