সিলেট সাব-রেজিস্ট্রার থাকাকালীন এক কোটি ২৬ লাখ টাকা রাজস্ব ফাঁকির মামলায় হাটহাজারীর সাব-রেজিস্ট্রার পারভিন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২০২০ সালে দুদক পারভিন আক্তারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির এ মামলা করেন।
এদিকে হাটহাজারীর সাব-রেজিস্ট্রার পারভিন আক্তার কারাগারে থাকায় ভোগান্তিতে পড়েছেন হাটহাজারী ভূমি রেজিস্ট্রি অফিসের সেবা গ্রহীতরা।
মামলা সূত্রে জানা গেছে, পারভিন আক্তার সিলেট সাব-রেজিস্ট্রার থাকাকালীন ২০২০ সালে সিলেট সদর সাব-রেজিস্ট্রার এলাকাধীন একটি কোম্পানির নামে থাকা ১৫ একর জমির শ্রেণী পরিবর্তন করেন তিনি। একই সাথে ব্যক্তি মালিকানা ও টিলা শ্রেণী দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ১২টি দলিল রেজিস্ট্রেশনও করে দেন তিনি। এ ঘটনায় সরকার এক কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।
অবশেষে গত ১৭ অক্টোবর বুধবার সাব-রেজিস্ট্রার পারভীন আক্তার সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply