নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই শ্লোগানে চট্টগ্রাম নগরীর জামালখানস্থ স্বাধীনতার অপশক্তি বি.এন.পির সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর প্রামান্য চিত্র ভাংচুর করার প্রতিবাদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির বিক্ষোভ ও প্রতিবাদ সভা আজ ১৫ জুন বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় আন্দরকিল্লা অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মার্শেল কবির পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন যুগ্ম-আহবায়ক সামছুল করিম লাভলু, বক্তব্য রাখেন সেলিম উদ্দিন চৌধুরী, সরওয়র হোসেন চৌধুরী মানিক, মুছা খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের আহবায়ক মার্শেল কবির পান্নু বলেন আজ এসেছি ঐক্যবদ্ধ হতে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন গঠন হয়েছে এদেশের মানুষের সেবা করতে। আমরা জনগণের সেবক। আমাদের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা, কোথায়ও যদি কোন অন্যায় হয় তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সংবিধানে জাতির পিতার সম্মন রক্ষার আইন রয়েছে। আমাদের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে জাতির পিতার নামের অবমূল্যায়নের কোন সুযোগ নেই। ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত থেকে প্রতিজ্ঞা করছি আমাদের জীবদ্দশায় বঙ্গবন্ধুর প্রতি কোন অবমাননা হতে দিব না। কোন কিছুতে কারও মত পার্থক্য থাকলেও জাতির পিতার ক্ষেত্রে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে অবমাননা করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান।
Leave a Reply