২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ এর ২৬ মার্চ ভোরে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করা হয়। স্বাধীনতার ঘোষণা হয়ে গেলেও চূড়ান্ত জয় অর্জিত না হওয়া পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেন।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা অর্জন করে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখা নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার (সনি) এমপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আহবায়ক সাংবাদিক সরওয়ার চৌধুরী মানিক, সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী, আদিনাথ বনিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মোঃ হোসেন, মোঃ বখতিয়ার আলী চৌধুরী , সাবেক ছাত্র নেতা শামশুদ্দোহা চৌধুরী, মোহাম্মদ সাগর, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ আবু তাহের সহ প্রমূখ।
Leave a Reply