২৫ মার্চ বিকেল ৪ ঘটিকার সময় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাটহাজারী উপজেলা কমান্ডের সার্বিক সহযোগিতায় নাজিরহাট পুরাতন বাস স্টেশনস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা গণকবরের সম্মুখে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়।
উক্ত গণহত্যা দিবস হাটহাজারী উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী উপজেলা।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাটহাজারী উপজেলা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল কমান্ডার ফরহাদাবাদ ইউনিয়ন কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা জহির আহম্মদ,বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। হাটহাজারী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মোঃ শাকিল মাহমুদ, মোঃ হানিফ, মোঃ জিয়া উদ্দিন বাবলু, মেজবাহ উদ্দিন, মোস্তফা কামাল, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, রাশেদুল আলম সহ প্রমূখ।
আলোচনা সভায় নানান কর্মসূচীর মধ্যে খতমে কোরআন, মিলাদ মাহফিল, মোনাজাত, শহীদদের কবরে পুষ্প অর্পণ সহ সন্ধ্যার পরবর্তী সময় আলোক প্রজ্জ্বলন করা হয়।
আলোচনা সভায় অতিথিরা বলেন একাত্তরের পঁচিশে মার্চ কাল রাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় সমস্ত ঢাকা সহ সারা বাংলাদেশে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। সেই দিনের হামলার পৃথিবীর ইতিহাসে খুবই নিঃশংস ও ঘৃণিত অধ্যায় সৃষ্টি করে।
Leave a Reply