নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
২১ ফেব্রুয়ারি, ২০২৩ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।মঙ্গলবার ফটিকছড়ি অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।ফটিকছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা। সেই সময় বক্তারা ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়। তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, মহিলা সংসদ সদস্য খতিজাতুল আনোয়ার ( সনি), ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আহবায়ক সাংবাদিক সরওয়ার চৌধুরী মানিক, সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী,ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আদিনাথ বনিক, মোহাম্মদ ফয়েজ উললাহ, মোঃ হোসেন, মোঃ বখতিয়ার আলী চৌধুরী , আলহাজ্ব মোহাম্মদরেজাউল করিম চৌধুরী, সাবেক ছাত্র নেতা শাশুদ্দোহা চৌধুরী, মোহাম্মদ সাগর, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ আবু তাহের প্রমূখ।
Leave a Reply