নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
২০ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে উদীয়মান কবি বিটন বড়ুয়া ‘র একক কাব্যগ্ৰন্থ দহনের অষ্টপ্রহর এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হয়ে গেল।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্টানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন সাহিত্য গ্ৰুপের কবি, লেখক ও সংস্কৃতিসেবীগন। যথাক্রমেঃ অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া উপদেষ্টা কলম একাডেমি লন্ডন, লায়ন মোঃ শওকত উল ইসলাম, ফারুক এম জাহাঙ্গীর প্রতিষ্টাতা বাংলা কবিতাঙ্গন, সুপ্রিয় বড়ুয়া উপদেষ্টা কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার, কবি ও শিশু সাহিত্যিক কতুব উদ্দিন বখতেয়ার, কবি ও গীতিকার অরুপ কুমার বড়ুয়া, কবি ছড়াকার ও সম্পাদক নান্টু বড়ুয়া, কবি আলমগীর হোসেন, কবি আনিস শাহরিয়ার, কবি তালুকদার আকাশ, কবি ও সম্পাদক দূর্জয় পাল, কবি ও বাচিকশিল্পী বনশ্রী বড়ুয়া রুমি, কবি দিপিকা বড়ুয়া, কবি খালেছা খানম, কবি শ্রাবন্তী বড়ুয়া, প্রকাশক কাজী সাইফুল হক, কবি মোঃ মুজিবুর রহমান, কবি জহুরুল পথিক কবি নিহারেন্দু বড়ুয়া, কবি আনিসুর রহমান, সাহিত্যানুরাগী ঝর্ণা বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবির অর্ধাঙ্গিনী মুন্নী বড়ুয়া, কন্যাদ্বয়ঃ অনন্যীয়া বড়ুয়া (মম), গুঞ্জন বড়ুয়া(মৌবনী), ঘনিষ্ঠ বন্ধু মোঃ নুরুল ইসলাম রাজু।এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে কবির স্বাগত বক্তব্য, কবি পত্নীর অনুভূতি প্রকাশ, কবি কন্যার আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অতপর আগত সন্মানিত অতিথি কবি ও সংগঠকগন একে একে গ্ৰন্থটির বহুল প্রচার প্রসার কামনা সহ কবির জন্য শুভেচ্ছা শুভকামনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
সুন্দর প্রানবন্ত ভাবে অনুষ্টানটি উপস্থাপনায় ছিলেন কবি ও সংগঠক মোঃ রাসেল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি লেখক সংগঠক ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী।
উল্লেখ্য যে গ্ৰন্থটি প্রকাশিত হয়ে গলুই প্রকাশন হতে এবং বই মেলায় ৪১ নং, গলুই প্রকাশন ষ্টলে পাওয়া যাবে।
Leave a Reply