গতকাল ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রীঃ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে অনুষ্টিত হয়ে গেল বিশিষ্ট কবি, লেখক, সংগঠক ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরীর দুটি একক কাব্যগ্ৰন্থ অনুভবের শব্দাবলি ও নীল জোৎস্নার ইশারায় এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন সম্পন্ন হল।
কাব্যগ্ৰন্থ দুটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক এবং বিশিষ্ট শিল্পউদ্যোক্তা, সাহিত্যানুরাগী ও পৃষ্টপোষক লায়ন মোঃ ওসমান গনি এমজেএফ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও শিক্ষাবিদ মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট লেখক ও চিকিৎসক ডাক্তার মোঃ বেলাল উদ্দিন, সাপ্তাহিক চাঁটগাঁর বাণী পত্রিকার সম্পাদক মোঃ ইউসুফ, সাংবাদিক লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক জামশেদ উদ্দিন, লায়ন্স ক্লাব অব রোজভ্যালির প্রেসিডেন্ট লায়ন মোঃ আরফান আলী, লায়ন অধ্যাপক মোঃ মনসুর, লায়ন শওকত উল ইসলাম, লায়ন শহীদ সরোয়ার ম্যাক্সিম, সাবেক রেলওয়ে কর্মকর্তা ও আলোকচিত্রশিল্পী মোঃ মাযহারুল ইসলাম, লেখক ও চট্টগ্রাম একাডেমির পরিচালক মোঃ জাহাঙ্গীর মিঞা, লেখক ও চট্টগ্রাম একাডেমির পরিচালক এস এম আবদুল আজিজ।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি সাহিত্যিক ও সংগঠকের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমেঃ আলম বাঙ্গালী কবি বাচিকশিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক, ফারুক এম জাহাঙ্গীর কবি গবেষক ও প্রতিষ্টাতা বাংলা কবিতাঙ্গন, গাজী সাইদুর রহমান কবি ও প্রতিষ্টাতা বাংলাদেশ নবীন প্রবীণ সাহিত্য পরিষদ, অরুপ কুমার বড়ুয়া, কবি গীতিকার ও সভাপতি কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্রাম বিভাগ, কবি ও সম্পাদক দূর্জয় পাল, কবি মাজবুলুল বারী, কবি আলমগীর হোসেন, কবি আনিস শাহরিয়ার পরিচালক পার্বত্য কাব্য, কবি অভিলাস মাহমুদ, কবি বিটন বড়ূয়া, কবি জহুরুল পথিক, পীযূষ দাশ।
উল্লেখ্য যে বক্ষমান কাব্যগ্ৰন্থ দুটি কবির অষ্টম ও নবম একক কাব্যগ্ৰন্থ, এছাড়া ইতিমধ্যে কবির ৩৯টি যৌথ কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লেখক, গবেষক ও গলুই প্রকাশনের স্বত্তাধিকারী কাজী সাইফুল হক।
অনুষ্ঠানে বক্তাগন কবির ধারাবাহিক সাহিত্য কর্ম ও সাংগঠনিক বিষয়ের উপর আলোকপাত করেন এবং মোড়ক উন্মোচনকৃত কাব্যগ্ৰন্থ দুটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন।পরিশেষে অতিথিদের আপ্যায়ন করা, উপস্থিত অতিথি ও কবিগন গলুই প্রকাশন ৪১ নং ষ্টল পরিদর্শন করেন এবং ষ্টল হতে সদ্য মোড়ক উন্মোচনকৃত কাব্যগ্ৰন্থ সংগ্ৰহ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন।
Leave a Reply