২৩ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে সিইপিজেড এইচ জেট ইন্টারন্যাশনাল লিঃ কো: এর উদ্যোগে মাসব্যাপী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে বাস্কেট বল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী ৩৬ টিমের ৮২ ম্যাচের সর্বশেষ ফাইনাল খেলায় ১৭ ও ১৯ নাম্বার টিম অংশগ্রহণ করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ জেট আই (HZI) কো: এর জিএম হরিয়ানা রবার্তো ঘো। বিশেষ অতিথি হেড অব অপারেশন মো: বাহা উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকল অংশগ্রহণকারী দল এবং বিজয়ী ১৯ টিমকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন এমন একটি বিশেষ মুহুর্তে তিনি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন,আমরা সবাই সম্মিলিতভাবে মিলিত হয়ে অনেক আনন্দ করেছি।
বিশেষ অতিথি বলেন আমরা কাজের পাশাপাশি সকল কর্মীদেরকে নিয়ে বিনোদনের ও আয়োজন করে থাকি, যাতে বিনোদনের মধ্য দিয়েই কাজেই গতি আরো বৃদ্ধি পায়। সামনের দিনগুলোতে ও এই কার্যক্রম অব্যাহত থাকবে, সেই সাথে সহযোগী ও কর্মরত সকলকেই অভিনন্দন জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের টেকনিক্যাল হেড মো: সিরাজুল ইসলাম রিয়াজ, এ্যাসিসটেন্ট ম্যানেজার সাব্বির রহমান শিমুল,কমার্শিয়াল ম্যানেজার দেবাশীষ, কোয়োলিটি ম্যানেজার মোরশেদ, স্টোর ম্যানেজার মোরশেদ, এক্সিকিউটিভ মো: লতিফ,এক্সিকিউটিভ তিলকা সিদ্দিক সহ প্রমূখ।
Leave a Reply