নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ
এবার হাসিমুখে অ্যাডিলেড মিশন শুরু করতে যাচ্ছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে উজ্জীবিত দল। ব্রিসবেন ছাড়ার আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যম ও ভক্তদের আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা অবশ্য সাকিবকে বলিউড সুপারস্টার ভেবেছিলেন!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে টাইগাররা।টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য এটি। গ্রুপ পর্বে বাকি থাকা দুই ম্যাচে জিতলেই সরাসরি সেমিতে চলে যাবে টিম টাইগার্স। এ ছাড়া এক ম্যাচ জিতলেও ক্ষীণ সম্ভাবনা থাকবে।
এমন সমীকরণ সামনে রেখে গতকাল সোমবার ৩১ অক্টোবর ব্রিসবেন থেকে অ্যাডিলেডে উড়াল দেয় সাকিব বাহিনী।এদিকে বিমানবন্দরে টাইগারদের প্রবেশের সময় সাকিবকে ঘিরেই হচ্ছিল সবকিছু। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সেখানে থাকা অসংখ্য বাংলাদেশি ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছবি তুলছিলেন।
সাকিবকে ঘিরে মানুষের এমন আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা চ’মকে গিয়েছিলেন।এ সময় একটি এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু জানতে চেয়েছিলেন, সাকিব কোনো বলিউড তারকা কি না। তখন তাকে জানানো হলো, সাকিব কোনো বলিউড তারকা না। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার। তখন ওই কেবিন ক্রু বুঝতে পেরেছেন।
Leave a Reply