নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট এলাকায় ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
সংগঠনের আকবরশাহ থানা কমিটির উদ্যোগে ২১ অক্টোবর শুক্রবার কর্ণেল হাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই চিকিৎসা ক্যাম্প। এতে বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবার পাশাপাশি দুস্থদের ঔষধ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।
ফ্রি স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজনীতিবীদ ও সমাজসেবক মনোয়ার উল আলম নোবেল। প্রধান আলোচক থাকবেন সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল। আয়োজনের উদ্বোধন করবেন বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার মো. আমানুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাশিম চৌধুরী, সমাজ সেবক এস এম জিয়াউদ্দিন লোভন, সমাজ সেবক আলহাজ্ব জয়নাল আবেদীন এবং সমাজ সেবক মো. আরিফ হোসেন।
আয়োজক সংগঠনের আকবরশাহ থানা কমিটির সভাপতি শামীম হোসেন বিপ্লবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখবেন ফয়সাল খাঁন সাদিক, হাসান মুরাদ চৌধুরী রিমন প্রমুখ।
২১ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্যসেবা।
Leave a Reply