নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
১৫ আগস্ট ২০২২ ইং রোজ সোমবার বিকাল ৫ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বর স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক্তার সৈয়দ সাইফুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মাহমুদুল করিম, সভায় বক্তব্য রাখেন, এডভোকেট কানু রাম শর্মা,অধ্যাপক প্রদীপ রায়,অধ্যাপক মুজিবুল হক, কর আইনজীবী মামুনুর রশীদ, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, ফেরদৌসী মিতু,জাফর হোসেন, এডভোকেট মিলটন নাথ, সাংবাদিক সরওয়ার চৌধুরী, অধ্যাপক প্রবীর বড়ুয়া, প্রীতিলতা রায়, মিনু দে, নিতু দাশ প্রমূখ।
বক্তারা বলেন জাতির পিতার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও, তাঁর আদর্শ আছে, দর্শন আছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তাঁর স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের সকলের। জাতির পিতার নির্দেশনা মতো সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব । স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশজুড়ে বৃক্ষরোপণ, জলাভূমি সংরক্ষণের উদ্যোগ নেন। যার ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
Leave a Reply