নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম
সমবায় ভিত্তিক অরাজনৈতিক সংগঠন সমমনা আইনজীবী পরিষদ চট্টগ্রাম এর ২০তম সাধারণ সভা ও সংগঠনের যে সকল সদস্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২২এ নির্বাচিত ব্যক্তিগণের সংবর্ধনা গতকাল ২০/০৭/২০২২ সন্ধ্যায় নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলের কনফারেন্স হলে সংগঠন এর সভাপতি অ্যাডভোকেট জহুরুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাফর হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বার্ষিক হিসাব বিবরণী তুলে ধরেন সংগঠনের অর্থ সম্পাদক এডভোকেট জসীম উদ্দীন।
উক্ত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ, সংবর্ধিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু, পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট লায়লা নুর,তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন দোয়েল, সদস্যা এডভোকেট বিলকিস আরা মিতু, এডভোকেট সেলিনা আক্তার।
আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট আলমগীর, মুহাম্মদ ইউনূস, অ্যাডভোকেট মোরশেদ আলম, অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আশরাফুল হক আনসারী, এডভোকেট অলি আহমদ, এডভোকেট শফিউল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় আগামী তিন বছরের জন্য পরিষদ এর নবকার্যকরী কমিটি ঘোষণা করা হয় নবনির্বাচিত সভাপতি হলেন এডভোকেট জাফর হায়দার, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সবুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দীন, হিসাব নিরীক্ষক সম্পাদক অ্যাডভোকেট কুতুব উদ্দিন, মোহাম্মদ ইস্তেফাজ, পর্যবেক্ষক সদস্য এডভোকেট সৈয়দ মোহাম্মদ মাহবুবুল কাদের,অনারারী মেম্বার এডভোকেট জহুরুল আলম ও এডভোকেট হারুনর রশীদ।
Leave a Reply