চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকা হতে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেছে র্যাব-৭ ।
গতকাল রবিবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৪ঃ৩৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।
গ্রেফতারকৃত আসামি হল, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পশ্চিম বড়ঘোনা এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ লোকমান হাকীম (২০)।
র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর নাছির জানান, গোপন সংবাদের চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে মোঃ লোকমান হাকীম নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply