শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরীমনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ‘গুনিন’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার সামনে ফিরবেন তিনি। গত সপ্তাহে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ‘রাবেয়া’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে।
কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, শরীরের অবস্থা খুব বেশি ভালো না। ঠান্ডা লেগে আছে। তার মধ্যেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। ১০ অক্টোবর থেকে ‘গুনিন’ সিনেমার শুটিং শুরু হবে।
জানা গেছে, দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। এতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্পে নির্মিত হবে ‘গুনিন’।
এদিকে পরীমনি শেষ করেছেন ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমার ডাবিং। মূলত এ সিনেমার মাধ্যমেই কাজে ফিরেছিলেন তিনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডাবিং শেষ করেছেন পরীমনি। ডাবিংয়ে পরীমনি কেমন ছিলেন? উত্তরে পরিচালক শুভ বলেন, ‘খুব স্বাভাবিক ছিল। আগের মতোই প্রাণবন্ত, প্রাণচঞ্চল ছিল। সবার সঙ্গে চিরচেনা রূপেই ছিলেন।’
পরীমনি বিশ্বাস করেন, কাজই জীবন-জীবনই কাজ। তাই সব বাধা পেছনে ফেলে কাজে ফিরেছেন তিনি। মানসিক শক্তির বলেই কাজে ফিরতে পেরেছেন এ নায়িকা। রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের চিত্রায়ণেও অংশ নেবেন পরীমনি। নির্মাতা জানান, সামনে পরীমনির জন্মদিন। জন্মদিনের পরই তাকে নিয়ে শুটিং সেটে চলে যাবে ইউনিট।
জানা গেছে, ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুটিংয়ের পরিকল্পনা করছে টিম। ২০ দিন টানা চট্টগ্রামে শুটিং হবে। তারপর আবার ঢাকায় কাজ হবে। এ লটেই সিনেমার কাজ শেষ হবে,সেভাবেই এগিয়ে চলছে।
এ ছাড়া পরীমনির হাতে আছে ‘বায়োপিক’ শিরোনামের একটি সিনেমা। গত মার্চে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার।
সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বায়োপিক’ আমার প্রথম সিনেমা। এটি কোনো ব্যক্তির জীবনী নিয়ে নয়, থ্রিলার গল্পে নির্মিথ হবে। যেহেতু প্রথম কাজ তাই সবকিছু গুছিয়ে নিচ্ছি। প্রি-প্রডাকশ প্রায় শেষ। অক্টোবরের মাঝামাঝি সময়ে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’
নির্মাতা জানান, ১৫ অক্টোবর থেকে রাজধানী ঢাকায় শুরু সিনেমার শুটিং। এরপর গাজীপুর, বরিশালসহ বিভিন্ন লোকেশনে কাজ হবে। আসছে বছর মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হবে সিনেমাটি।
Leave a Reply