১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। দাবি আদায় না হলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন সংগঠনটি।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে এ সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। এ যৌক্তিক দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে।
সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দফতর সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. রুস্তম আলী খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নান, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসা, নোয়াখালী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবুল বাহার, প্রাইমমুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দীক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুচ সালাম, ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
Leave a Reply