গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
গতকাল মঙ্গলবার গাজীপুরের পূবাইলের একটি হাসপাতালে তার পায়ের অপারেশন হয়েছে।
হিরো আলম বলেন, আমার পায়ে ফোঁড়া হয়েছে। সেটি ইনফেকশন হয়ে গেছে। তাই এটি দ্রুত অপারেশন করতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি। হাসপাতালে আরও কয়েকদিন থাকতে হবে। আর ডাক্তার বলেছেন, ১০ দিনের বিশ্রামে থাকতে হবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন হিরো আলম। সিংহলী ভাষার এই গানের সঙ্গে রিমেক করে তিনি গেয়েছেন বাংলা গানও।
Leave a Reply