1. admin@chattogramvoice.com : CbCvVcgr :
  2. admin@facfltd.com : facfltd :
  3. editior@chattogramvoice.com : FormanchYtv :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

ছৈয়দা খাদিজা বেগমের স্মরণে ছায়াপথ মানবাধিকার সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল

শেখ ফরমান উল্লাহ চৌধুরী
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯০ Time View

ছৈয়দ মৌলানা মীর আহাম্মদ মুনিরী (রঃ) প্রকাশ শাহ্ সাহেব হুজুরের সহধর্মিণী হাফেজ মৌলানা ছৈয়দ মোহম্মদ আবু মোহছেন মুনিরীর মমতাময়ী আম্মাজানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছায়াপথ মানবাধিকার সংগঠন।

আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় জি এ ভবন আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামশুল করিম লাভলু, পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মার্শেল কবির পান্নু ।

এসময় সৈয়দা খাদিজা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন যে কোনো মহান ব্যক্তি বা বিশিষ্টজনদের সাফল্যের পিছনে যেমনি একজন অনুপ্রেরণাকারী কারিগর থাকেন ঠিক তেমনি ছৈয়দ মৌলানা মীর আহাম্মদ মুনিরী (রঃ) শাহ্ সাহেব হুজুরের সামাজিক ও আধ্যাত্ত্বিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি সামাজিক ও আধ্যাত্মিক কর্মকান্ডে অনুপ্রেরণাকারী ছিলেন ছৈয়দ মৌলানা মীর আহাম্মদ মুনিরী (রঃ) শাহ্ সাহেব হুজুরের সহধর্মিণী সৈয়দা খদিজা বেগম।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সরওয়ার হোসেন চৌধুরী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ মুছা খান, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাহামুদুল করিম, জান্নাত ট্রেডিং প্রোপাইটর মোহাম্মদ আবুল কাসেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2021
Theme Customized By LiveTV