1. admin@chattogramvoice.com : CbCvVcgr :
  2. admin@facfltd.com : facfltd :
  3. editior@chattogramvoice.com : FormanchYtv :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

যে জিনিসগুলো শুধু সায়েন্স ফিকশনে ছিল, অথচ এখন বাস্তব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭০৮ Time View

দেখা যাচ্ছে বৈজ্ঞানিক কল্প-কাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাতা এবং লেখকরা আধুনিক প্রযুক্তির সত্যিকারের আবিষ্কারক৷ মাত্র কয়েক দশক আগে এসব চলচ্চিত্র বা বইয়ে যেসব জিনিসপত্রের কথা বলা হয়েছিল আজ তা নিত্যদিনের ব্যবহার্য বস্তু৷

কথা বলা কম্পিউটার

১৯৬৮ সালের চলচ্চিত্র ‘২০০১-আ স্পেস ওডিসি’ তে নির্মাতা স্ট্যানলে কুবরিক দেখিয়েছিলেন মানুষ ও কম্পিউটার কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে৷ কম্পিউটার হাল ৯০০০-কে (ছবিতে দেখা যাচ্ছে) যখন বন্ধ করার কথা ভাবছিলেন এর মালিক, ঠিক তখনই গুপ্তঘাতকে পরিণত হয় এটি৷ তবে আধুনিক কম্পিউটার সহযোগী সিরি বা কর্টানা এখনও পর্যন্ত মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে৷

ডিজিটাল নোটপ্যাড

২০১০ সালে অ্যাপল যখন তাদের প্রথম আইপ্যাড বাজারে আনে, স্টারট্রেক ভক্তরা এতে মোটেও অবাক হননি, কেননা, ৩০ বছর আগে থেকেই স্টারট্রেকের সৌজন্যে তারা এ ধরনের যন্ত্রের সঙ্গে পরিচিত ছিলেন৷ ক্যাপ্টেন পিকার্ড এবং তার ক্রুরা এ ধরনের প্যাড ব্যবহার করতেন একে অপরের সঙ্গে তথ্য বিনিময় ও রিপোর্ট লেখার জন্য৷

তারহীন ফোন

স্টার ট্রেকের আরেকটি আবিষ্কার হলো কমিউনিকেটর, যার সাহায্যে ক্যাপ্টেন কার্কের ক্রুরা দূরের অন্য গ্রহ থেকে মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রক্ষা করত৷ আর বাস্তবে মোটোরোলা বিশ্বের প্রথম ফ্লিপ ফোনের নাম রেখেছিল ‘স্টারট্যাক’৷ এটাকে কাকতালীয় ছাড়া আর কি বলবেন!

আপনার টেলিভিশনের গুপ্তচর

জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ‘১৯৮৪’ এ ‘বিগ ব্রাদার’ বা নেতা টেলিস্ক্রিনের সাহায্যে পুরো সমাজের বিভিন্ন ব্যক্তির ওপর নজর রাখতেন৷ এই টেলিস্ক্রিনগুলো হলো মূলত টেলিভিশন, যেগুলো বিভিন্ন ক্যামেরার সঙ্গে যুক্ত৷ সম্প্রতি উইকিলিকস জানিয়েছে, সিআইএ ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে এ ধরনের স্মার্ট টিভি নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করছে৷

ভ্যাকুয়াম রোবট

মার্কিন টেলিভিশন অ্যানিমেশন সিরিজ ‘দ্য জেটসনস’ শুরু হয়েছিল ১৯৬২ সালে, যেখানে একশ বছরের পরের পৃথিবী কেমন হবে সেটা দেখানো হয়েছিল৷ সেখানে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ভ্যাকুয়াম ক্লিনার দেখানো হয়েছিল, যা ছিল একটি ছোট্ট রোবট৷ সে সবসময় মেঝে পরিষ্কার করায় তৎপর থাকতো৷ ৯০-এর দশকে পুরো বাড়ি পরিষ্কার করার মতো ভ্যাকুয়াম ক্লিনার বিশেষ কিছু দোকানে পাওয়া যেতে শুরু করে৷

চালকবিহীন গাড়ি

আশির দশকের জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এ কে.আই.টি.টি. ছিল ঐ ধারাবাহিকটির আসল তারকা৷ স্মার্ট ঐ গাড়িটি মাইকেল নাইটকে অন্যান্য দুষ্ট লোকদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতো৷ এটি কেবল চালক ছাড়াই চলতে পারতো তা নয়, কথাও বলত৷ অনেক কোম্পানি বর্তমানে এমন স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2021
Theme Customized By LiveTV