1. [email protected] : CbCvVcgr :
  2. [email protected] : facfltd :
  3. [email protected] : FormanchYtv :
আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু - Chattogram Voice
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৪ Time View

আখতারুজ্জামান চৌধুরী  ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আলী আকবর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর বাকলিয়া থানার বলিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতালে আনায়কারী খুলশী থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) আনসারুল হক বলেন, হঠাৎ করে ওপর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে আমি ঘটনাস্থলে যাই। কিভাবে ফ্লাইওভার থেকে পড়েছে, আমি দেখেনি। তাৎক্ষনিক সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সিএনজিতে যাওয়ার সময় নাম আলী আকবর ও বাড়ি বাকলিয়া থানার বলিরহাট বলেছে। তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। তাকে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন বলেন, প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে একটি ছেলের ওপর। ছেলেটি তেমন আঘাত না পেলেও লাফিয়ে পড়া ব্যক্তি গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © 2021
Theme Customized By LiveTV